ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার সকাল ৭টা রাজধানীর একটি হাসপাতালে ব্রেনষ্ট্রোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল আছর নামাজ বাদ বড় বাজার জামে মসজিদের সামনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবক প্রয়াত নজরুল ইসলাম ডুমুরিয়া বড় বাজার জামে মসজিদের সভাপতি,বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, মোস্তফা কামাল খোকন, শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, সরদার আবু সালেহ, মোখলেছুর রহমান বাবলু, আবু সাঈদ সরদার, গাজী এজাজ আহমেদ, বিমল কৃষ্ণ বসাক, জিএম ফারুক হোসেন, কাজি আলমগীর হোসেন, গোবিন্দ ঘোষসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।