
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মসজিদ কমিটি থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক বঞ্চিত ব্যক্তিরা মসজিদে দানীয় সম্পত্তি নিজের দাবি করে আরও একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে। এ নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও দাঙ্গা হাঙ্গামার আশংকা দেখা দিয়েছে। এটি স্থানীয়ভাবে মিমাংশায় ব্যর্থ হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে আদালতের দু’টি আদেশ অমান্য করে পদ বঞ্চিত ব্যক্তিরা তাদের দানীয় সম্পত্তিতে থাকা গাছপালা কেটে নবনির্মিত মসজিদ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে বলে জানা গেছে। প্রায় দুইশ’ বছরের পুরাতন উপজেলা সদর ইউনিয়নে গোলনা আহলে হাদিস আল মদিনা জামে মসজিদ কমিটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আদালতের দায়েরকৃত মামলা ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১৮৫০ সালে গোলনা গ্রামস্থ আহলে হাদিস আল মদিনা জামে মসজিদ নির্মাণের পর থেকে মসজিদ পরিচালনা কমিটি সুষ্ঠভাবে পরিচালনা করে আসছে। ২০২২ সালে ৫ মে গঠিত কমিটিতে সভাপতি পদ থেকে খান আবু বক্কার ও সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন খান বাদ পড়েন এবং মুসল্লীদের সর্ব সম্মতিক্রমে মহসিন হোসেন খান সভাপতি নির্বাচিত হন। সেই থেকে সাবেক সভাপতি সম্পাদক মসজিদ অনুকূলে মোজাম্মেল হক খানের দানীয় ৭ শতাংশ জমি নিজের দাবি করে ওই স্থানে থাকা গাছপালা কেটে এক নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি নিয়ে স্থানীয় পক্ষ বিপক্ষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। উপায়ন্ত না পেয়ে এর সমাধান ও সংঘাত এড়াতে চলতি কমিটির সভাপতি বাদি হয়ে ১৪৪/১৪৫ ধারা দাবি করে আদালতের দ্বারস্থ হন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা ও তথ্য উপাত্ত সহ প্রতিবেদনের জন্য ওসি ডুমুরিয়াকে নির্দেশ দেন। কিন্তু এরপরও থেমে নেই কার্যক্রম। পুলিশ প্রতিবেদন দাখিলের পর আদালত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। সেই আদেশকও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে পদ বঞ্চিতরা বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।