ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে জমি জবর দখলের পাঁয়তারা চালিয়েছে প্রভাবশালী এক প্রতিপক্ষ। এতে স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবারে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আদালতে দায়েরকৃত মামলা ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার চাকুন্দিয়া এলাকার মৃত রহিম বকস গাজীর ছেলে বিআরএস রেকর্ডীয় মালিক সুলতান গাজী ৩ যুগেরও বেশি সময় ধরে এক খন্ড জমি ভোগ দখল করে চাষাবাদ করে আসছে। সম্প্রতি একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষ নজরুল গাজী, ইমরান হোসেন, মান্নান,তানভীরসহ বেশ কয়েকজন ওই জমি জবর দখলের নেশায় মেতে উঠে। উপায়ান্ত না পেয়ে প্রভাবশালী প্রতিপক্ষের হাত থেকে রেহাই পেতে সুলতান গাজী আদালতের দ্বারস্থ হন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে দখল ভিত্তিক স্থিতাবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওসি ডুমুরিয়াকে নির্দেশ দেন এবং সহকারী কমিশনার (ভূমি) কে দখল ও দাখিলা বিষয়ে তদন্ত পূর্বক স্কেচ ম্যাপ ও চৌহদ্দি সহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। গত ১৭ এপ্রিল আদালত প্রদত্ত নির্দেশ উপেক্ষা করে পরদিন সকালে দা, লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ ওই জমিতে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে এবং সীমানা পিলার স্থাপন ও কয়েকটি কলাগাছ রোপন করে জবর দখলে নেয়। বাঁধা দিতে গেলে নানা হুমকি-ধামকির মুখে অসহায় হয়ে পড়ে পরিবারটি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।