শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : পল্লীকবি জসীম উদ্দিন-এর “মামার বাড়ি” কবিতার পংক্তিগুলো ডুমুরিয়ায় আম বাগানগুলোতে বাস্তব রূপ পেতে চলেছে। চলতি মৌসুমে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন প্রতিটি বাড়িতে কমপক্ষে ৫/১০টি আম গাছ রয়েছে। আসা করা যাচ্ছে গাছগুলোতে এবারে প্রচুর ফলন হবে এতে করে সবাই আম খেতে পারবে। তাইতো ডুমুরিয়া আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন।
আম বাগানগুলোর গাছে গাছে চাষিদের স্বপ্নগুলো ঝুলে আছে। আবহাওয়া ভালো থাকলে এ বছর আম বিক্রি করে লাভবান হওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছেন আম চাষিরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, আম বাগানগুলোর গাছে গাছে ব্যাপক পরিমানে আম ঝুলছে। এই জেলার চাষিরা বিভিন্ন ধরনের আমের চাষ করেছেন। ডুমুরিয়া উপজেলার বিভিন্ন আম চাষী নানান জাতের আমের চাষ হয়েছে। অন্যান্য আমের তুলনায় এখানে আম্রপালির চাষ হয় বেশি। পোকার কিছুটা আক্রমন থাকলেও গাছের কোনো রোগবালই নেই। গত বছর আমের বাজারদর ভালো থাকায় চাষিরাএ বছর আরও বেশি পরিমানে চাষ করেছেন। এ বছরও আমের বাম্পার ফলন ও ভালো বাজারদর পেয়ে লাভের স্বপ্ন দেখছেন জেলার চাষিরা।
আম চাষীরা জানান, আমররা ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিনের পরামর্শ অনুযায়ী বাগানে বালাইনাশক ব্যবহার করেছি। এছাড়াও গাছের বাড়তি যত্ন নেওয়া হয়েছে। আগামী দুই এক সপ্তাহের মধ্যেই আম পাকতে দেখা যাবে।
চাষিরা আরও জানান, এ বছর প্রাকৃতিক দূর্যোগ না হওয়ায় আমের বাম্পার ফলন হয়েছে। আশা করছি আমের দাম ও ভালো পাওয়া যাবে।
ডুমুরিয়ায় আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন

Leave a comment