ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ, প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৪ জন রোগীকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, খুলনা জেলা সমাজ সেবা দপ্তরের উপপরিচালক মোঃ মোতাহার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক।আরো উপস্হিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। উপজেলার ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত মোট ১৪ জন রোগির প্রত্যেক কে ৫০ হাজার টাকা করে ৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।