ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ইটভাটা ম্যানেজার খায়রুজ্জামানের অনৈতিক কার্যকলাপ ও মুখ খোলার অপরাধে এক শ্রমিকের উপর হামলা মামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে গত শুক্রবার সকালে উপজেলার কাঞ্চননগর বাজারে আয়োজিত মানববন্ধনে কয়েকশ’ নারী-পুরুষ উপস্থিত হন। এ সময় বক্তব্য রাখেন আঃ হামিদ গাজী, আদিল উদ্দিন মোল্লা, সোহরাব গাজী, দিলীপ রায়, হরিমতি রায়, বানেছা বেগম, রুহুল বিশ্বাস, রেজাউল গাজী, কমলা বিশ্বাস, পবিত্র মন্ডল, সাত্তার গাজী প্রমুখ। বক্তারা বলেন, খায়রুজ্জামান নামক এক ইটভাটা ম্যানেজার সম্প্রতি এলাকায় অবস্থান নিয়ে জনৈক এক গৃহবধূর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এ ঘটনায় এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এর প্রতিবাদ করায় ইব্রাহিম নামক এক শ্রমিককে ডেকে নিয়ে হাত বেঁধে মারপিট ও মাথার চুল কেটে উল্টো তাকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন তিনি। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বক্তারা অবিলম্বে ইব্রাহিম শেখের মিথ্যা মামলা প্রত্যাহার ও অনৈতিক কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।