
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা সদর সহ আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে পবিত্র ঈদ-ই মিলাদুন নবী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলার সাজিয়াড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবীজির জীবনী শীর্ষক এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক শফিক আহমেদ’র সঞ্চালনায় ও কমিটি’র সভাপতি সুলগ্না বসু’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, মনিরুজ্জামান সরদার, মোঃ ইয়াসিন সরদার, জি,এম হাসানুজ্জামান, সাংবাদিক আশরাফুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
বিজয় দাস, শিক্ষক রণজিৎ কুৃমার রায়, জাকিয়া সুলতানা উল্কা, সালমা খাতুন প্রমূখ। দোয়া পরিচালনা করেন মোঃ আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে মানব সত্তার চির মুক্তি, শান্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)।