
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় তরিকুল ইসলাম(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী শুক্রবার দুপুরে পেটে ব্যথায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছে। সে উপজেলার ভান্ডারপাড়া গ্রামের আ. ছাত্তার শেখের ছেলে তরিকুল ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ে মানবিক বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার সকালে বাড়িতে হঠাৎ পেঠে ব্যথা শুরু হলে তার পরিবার খুলনার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু দুপুরে আবার তার পেটে ব্যথা শুরু হয়। চিকিৎসার জন্য খুলনার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। তার এই আকষ্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।