শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : বুধবার ১২এপ্রিল সকাল সাড়ে ১১টার সময় ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, প্রধান অতিথি বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, বক্তব্য দেন চেয়ারম্যান জহুরুল ইসলাম, পি আই ও আশরাফ হোসেন, সয়বাব অফিসার শেখ জাহিদুর রহমান,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ডুমুরিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল দাশ,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ধামালিয়া ইউনিয়নের সচিব কামরুল হাসান, সচিব শ্রিদাম বালা,ডাক্তার শরিফুদ্দিন, ইউপি সদস্য আমজাদ হোসেন, এম পি এ পিএস মাইকেল রায়, ফিড দ5 ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি উপজেলা পর্যাসে ওয়াশ পরিহিতি বিশেষন ও করণীয় শীক কমশালা। মো: মাসম হোসেন, ফিল্ড টিম লিডার মোছাঃ মন্নুজা বেগম, অফিসার মার্কেট ভেডলেনমেন্ট রতনা খাতুন, চন্দনা রফতান প্রমুখ।। সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর,ডুমুরিয়া খুলনা।