এস রফিক, ডুমুরিয়া : ডুমুরিয়ায় দিন-দিন কন্দাল ফসল চাষে ঝুঁকছেন কৃষকরা। একই জমিতে একাধিক ফসল ফলানো, উৎপাদন খরচ কম ও স্বল্প জমিতে অধিক ফসল উৎপাদন হওয়ায় এ চাষে ব্যাপক সফলতা অর্জন করছে তারা। এক সময়ে এ ফসল গ্রামের ঘরে ঘরে চাষাবাদ হতো। জনসংখ্যা বৃদ্ধির সাথে-সাথে ভিটে ডাঙ্গা জমির উপর জনবসতি গড়ে উঠায় এ সকল সংকটে কন্দাল জাতীয় ফসল চাষাবাদ কমতে থাকে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় গ্রামীণ এ ফসলকে আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধি চাষাবাদের লক্ষ্য নিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ব্যাপক হারে প্রদর্শনী, কৃষক প্রশিক্ষণ ও বিভিন্নভাবে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। উপজেলার শরাফপুর ইউনিয়নের কালিকাপুর ব্লকে কৃষক অলিয়ার রহমান শেখ এ বছর মাত্র ২০ শতক জমিতে মিষ্টি আলুর চাষ করে ৩০ মণ আলু পেয়েছে। এতে খরচ বাদে ১৮ হাজার টাকা লাভ পেয়েছেন তিনি ।
এছাড়া পরবর্তীতে সে কাটিং সংরক্ষণ করে এবং নিজ উপজেলাসহ তালা উপজেলায় কাটিং ২৫ হাজার ৫০০ টাকা বিক্রি করেন। তাছাড়া ১৫-২০জন এলাকার কৃষককে কাটিং সম্প্রসারণ করেছেন। কৃষক অলিয়ার রহমান বলেন, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী করুনা মন্ডলের মাধ্যমে মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ হয়ে সল্প পরিসরে মাত্র ২০ শতাংশ জমিতে চাষ করি। সল্প খরচে ভাল ফলন ও ভাল দাম পেয়ে আমি খুশি। তার এ দেখা দেখি অনেকে মেটে আলু চাষে আগ্রহ হচ্ছে। এছাড়াও উপজেলার রংপুরের ওলকচু চাষি রামকৃষ্ণ মন্ডল মাগুরাঘোনার মুখী কচু চাষি আজিজুর রহমানসহ শোভনা, বরাতিয়া, আরশনগ, মাগুরাঘোনা, আটলিয়া, খর্ণিয়া এলাকায় ব্যাপক হারে কন্দাল ফসল চাষ শুরু করেছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল বলেন, কৃষি আমাদের সম্পদ, কৃষকদের উদ্বুদ্ধ করে কন্দাল জাতীয় ফসল উৎপাদন করা সম্ভব। এতে কৃষক অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। পাশাপাশি পুষ্টির চাহিদাও পুরন করা সম্ভব।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন বলেন, এক সমযে গ্রামীন জনপদে ব্যাপকহারে মেটে আলুর চাষ হতো। কৃষকরা ঠিকমতো দাম না পাওয়ায় অন্য চাষে দিকে ঝুকে পড়ে। কৃষি বান্ধব সরকার কন্দাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের উজ্জ্বীবিত করেছে। এ চাষে কৃষকরা ব্যাপক হারে লাভবান হচ্ছে। এ বছর উপজেলায় ৭০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। মিষ্টি আলু বাণিজ্যিক ভাবে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতিনিয়ত মোটিভেশন করা হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত