
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় কমতে শুরু করেছে আগাম শীতকালীন সবজির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মুখে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডুমুরিয়া বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়— যা দুই দিন আগেও ছিল ৮০ টাকা। বেগুনের দামও অর্ধেকে নেমে এসেছে, এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বাঁধাকপি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ১০০ টাকার সিম এখন ৪০ টাকায় নেমে এসেছে। এমনকি মুলা বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায় কেজিপ্রতি।
সবজির এমন দরপতনে ক্রেতাদের মধ্যে দেখা গেছে স্বস্তি ও সন্তুষ্টি।
ক্রেতা মোসলেম উদ্দিন বলেন, “এক সপ্তাহ আগেও বাজারে ঢুকলেই পকেট হালকা হয়ে যেত, এখন আবার কিছুটা স্বস্তি ফিরেছে।
আরেক ক্রেতা সুমন জানান, “কয়েকদিন আগেও সবজির দাম ছিল অনেক বেশি। এখন অল্প টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনতে পারছি।”
সবজি বিক্রেতা আশিকুর রহমান বলেন, “বর্তমানে ডুমুরিয়া বাজারে সবজির সরবরাহ বেড়েছে। পাইকারিতে দাম কমায় আমরাও খুচরায় কম দামে বিক্রি করছি। ক্রেতা যেমন খুশি, আমরাও সন্তুষ্ট। আগে বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে সবজি আনতে হতো, এখন পার্শ্ববর্তী এলাকাতেই উৎপাদন হচ্ছে, ফলে খরচও কমেছে।”
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসান ইবনে আমিন বলেন, “ডুমুরিয়াসহ আশপাশের উপজেলাগুলোতে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমছে। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে দাম আরও কিছুটা কমতে পারে। এতে সাধারণ মানুষের স্বস্তি আরও বাড়বে।”

