ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে ভ্যানগাড়ি ও পাঁচশত ক্যারেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আটলিয়া আইপিএম মডেল ইউনিয়ন কৃষক গ্রুপের মধ্যে এ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উপজেলা চত্বরে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। কৃষকদের নিরাপদে কৃষিপণ্য বহন ও বাজারজাত করনের লক্ষে ২০টি কৃষক গ্রুপে ২০টি ভ্যানগাড়ি ও পাঁচশ’ ক্যারেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত