ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায় কৃষকের দীর্ঘ ৪ যুগেরও বেশি ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তালতলা এলাকায়। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুন মন্ডলের স্ত্রী কাকলী মন্ডল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তালতলা এলাকার তরুণ মন্ডল গংরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত তলতলা মৌজার সি এস খতিয়ান নং- ৩৯, ৪০ দাগ নং- ৯, ১১, ১২, ১৯, ২২, ২৭ জমি- ৬.৪৯ একর এর মধ্যে ৩.২৪ একর জায়গা জমি নিয়ে প্রতিপক্ষ সুদর্শন মন্ডলদের সাথে পূর্ব হতে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রভাবশালী সুদর্শন মন্ডল (৫৫), আদিত্য মন্ডল (৪৫), মনোরঞ্জন মন্ডলের বিরুদ্ধে জেলা জজ আদালত, খুলনা রিভিশন মামলা নং- ৯৫/২০২৩ সিভিল রিভিশন মামলা নং- ১৫/২০২৩সহ যুগ্ম জেলা জজ ৪র্থ আদালত, খুলনা ২১৪/২০১৩ মামলা দায়ের করেন। উক্ত মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু বিবাদীগন সম্প্রতি উক্ত জমি জবরদখল করতে তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভয় ভীতি হুমকী দিয়ে আসছিল। একপর্যায়ে গত (২৮ মে) সকাল ১০ টার দিকে বিবাদীগন কতিপয় বহিরাগত লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে বাদীর উক্ত সম্পত্তির মধ্যে অনধিকার প্রবেশ করে সীমানা নির্ধারণের খুটি দেওয়াসহ সম্পত্তিতে থাকা গাছ পালা কেটে ক্ষতি সাধন ও ভেকু দিয়ে মাটি খনন করতে থাকে।এসময় বাদী ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে বিবাদীগন বাদী পক্ষের উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারপিট করতে উ˜দ্যত হয়। এমনকি বিবাদীদের কাজে বাঁধা না দেওয়ার জন্য বাদী পক্ষকে জীবন নাশসহ বিভিন্ন ধরনের ভয় ভীতির হুমকী দেয়া হয়। উপায়ন্ত না পেয়ে কাকলী মন্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরি জানান, সংঘাত এড়াতে উভয় পক্ষকে পূর্বের স্ব স্ব অবস্থানে থেকে স্থিতিবস্থা বজায় রাখতে বলা হয়েছে। উভয় পক্ষকে তর্কিত জমিতে নতুন করে কোন প্রকার দখল থেকে বিরত থাকতে বলেছেন। যেহেতু আদালতে মামলা চলমান রয়েছে।