
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক হতদরিদ্র কৃষকের দুই হাজার ফলন্ত ফুলকপি গাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার উত্তর মাগুরাঘোনা গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে। । এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউর রহমান শেখ জানান, একই এলাকার মোসলেম শেখের কাছ থেকে এক বিঘা জমি বছরে ২০ হাজার টাকা হারি নিয়ে সবজি চাষ করে আসছে । এবছর ১২ হাজার টাকা খরচ করে ২ হাজার ফুলকপির চারা লাগিয়েছে তিনি। তাতে তার ৫৫/৬০ হাজার টাকা বিক্রি করার কথা ছিল। ইতোমধ্যে প্রতিটি কপি এক থেকে দেড় কেজি হয়েছে। সবেমাত্র কফি কাটা শুরু করেছিলেন। কিন্তু গত শনিবার দিবাগত রাতে কে বা কারা ওই জমিতে থাকা ফলন্ত কপি গাছ গুলো কেটে দিয়েছে। তারা যদি গোড়া থেকে গাছসহ কেটে দিতো, তাহলে কপি গুলো বিক্রি করা যেতো। এমনভাবে কপি গুলো কেটেছে যে,তা আর বিক্রি করা যাবে না। তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের ক্ষতি করা হয়েছে।
এ ব্যাপারে মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল বলেন, জিয়াউর রহমান একজন হতদরিদ্র কৃষক। তার সহায় সম্বল যা ছিল সবকিছু খরচ করে এই জমিতে ফুলকপি চাষ করেছিল। কিন্তু রাতের আঁধারে এভাবে গাছ কেটে দেওয়া হয়েছে। সকালে আমি জিয়াউর রহমানের ফুলকপি ক্ষেতে গিয়ে তার কান্না দেখে আমি সহ শতশত গ্রামবাসী চোখের পানি ধরে রাখতে পারিনি। ঘটনা প্রসঙ্গে ওসি সুশান্ত কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।