চুকনগর : খুলনার ডুমুরিয়ায় ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে ২দিনব্যাপী কৃষক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় দিক নির্দেশামূলক বক্তব্য রাখেন খুলনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ পরিচালক (টেক্যনিকাল ) মিজান মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরঞ্জয় মন্ডল প্রমুখ। প্রশিক্ষণে ২দিনে ৬০জন কৃষক অংশ গ্রহন করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত