
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক সার ও কীটনাশক দোকানে টিনশেড কেটে নগদ অর্থ সহ ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়েছে চোরেরা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার খর্ণিয়া বাজারে এ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় দোকান মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া বাজারে মেসার্স রূপালী কৃষি ভান্ডারের মালিক সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন মোড়ল প্রতিদিনের ন্যায় সারাদিন বেচাকেনা শেষে ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। ওই রাতেই চোরেরা দোকানের টিনশেড কেটে ভিতরে ঢুকে ক্যাশবাক্স ভেঙে নগদ ৮ হাজার টাকা, একটি সিসি ক্যামেরা, একটি মনিটর সহ আনুমানিক ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়েছে বলে দোকান মালিক জানান। এদিকে বাজারে নৈশ প্রহরী ডিউটিতে থাকা সত্ত্বেও এ ধরনের চুরি সংঘটিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।