জি এম ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার মান্দ্রা এলাকা থেকে পুলিশ রবিবার বিকালে গাঁজার গাছ-সহ প্রীতিষ মন্ডল (৫০)-কে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার উত্তর-পশ্চিম প্রান্তে, অভয়নগর-কেশবপুর উপজেলার সিমান্তে অবস্থিত মান্দ্রা এলাকার বিল খুকশিয়ায় প্রীতিষ মন্ডলের চিংড়ি ঘেরে গাঁজা গাছের চাষ ও বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকালে ডুমুরিয়া থানার চেচুড়ী পুলিশ ফাঁড়ির ক্যাম্প-ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল ইসলাম অভিযান চালিয়ে একটি বড় গাঁজার গাছ-সহ ঘের মালিক প্রীতিষ মন্ডলকে আটক করেছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিংড়ি ঘের মালিক বলেন, আমাদের ঘেরের আইলে টমেটো চাষ করি, কিন্তু প্রীতিষ অনেকদিন ধরে তার ঘেরে গাঁজার গাছ লাগিয়ে মাদক বিক্রি করে। উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ১ কেজি ২’শ গ্রাম ওজনের গাঁজা গাছ-সহ প্রীতিষ মন্ডলকে আটক করেছি এবং আমি বাদি হয়ে ডুমুরিয়া থানায় তার নামে মাদক আইনে মামলা করেছি।