ডুমুরিয়াঃ ডুমুরিয়া থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১’শ ২৫গ্রাম গাঁজাসহ ৬জনকে আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক ভাবে দু’টি মাদক মামলার প্রস্তুতি চলছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) জানান, শনিবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কুলটি ২নং জেসি ইটভাটার সামনে থেকে ৭০গ্রাম গাজা ৩জনকে আটক করা হয়। এরা হল কুলটি মুসলিম পাড়া এলাকার মিলন গাজীর ছেলে হৃদয় গাজী (১৯), সেলিম শেখের ছেলে সাগর শেখ (২১) ও ভান্ডারপাড়া এলাকার ইউসুফ আলি খানের ছেলে ইসমাইল খান (২১)। এছাড়া রাত পৌনে ৯টার দিকে অপর এক অভিযানে উপজেলার চুকনগর বাজারের মোড়ল মার্কেটের সামনে থেকে ৫৫গ্রাম গাজাসহ আরও ৩জনকে আটক করা হয়েছে। এরা হল নরনিয়া গ্রামের নিজাম উদ্দিন মোল্ল্যার ছেলে মাহাবুর মোল্ল্যা (২১), একই গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে রাশেদ মোড়ল (২০) ও তালার শিরাসুনি এলাকার সাজ্জাত মোড়লের ছেলে সোহাগ মোড়ল (২০)। এদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক ভাবে দুইটি মাদক মামলা রুজু করা হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত