
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা পুলিশের এএসআই কাজল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার গুটুদিয়া ওয়াপদার মাথা এলাকায় অভিযান চালিয়ে উখড়া গ্রামের জাকির মোড়লের ছেলে মাদক কারবারি রাসেল মোড়ল (২৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।