
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় গাছ চাপা পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার খরসঙ্গ এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খরসঙ্গ এলাকায় মৃত জয়নাল মজলিসের ছেলে দিনমজুর নাছের মজলিস (৫৫) প্রতিদিনের ন্যায় স্থানীয় কাঠ ব্যবসায়ী ছালাম ফকিরের সাথে হেলাল সরদারের বাগানে বড় একটি শিরিশ গাছ কাটতে যায়।গাছ কর্তনের শেষ পর্যায়ে রশি বেঁধে গাছটি পড়ার সময় পাল্টি খেয়ে তার গায়ের উপর পড়ে। এ সময় চাঁপা পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন সে।পরে স্থানীয়রা উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের এসআই আঃ আহাদ বলেন, এ ঘটনায় মৃতের ছেলে এনামুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।