ডুমুরিয়াঃ ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ৮৫গ্রাম গাজাসহ রাসেল মোড়ল (২৬) নামে এক মাদক বিক্রেতা আটক হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুটুদিয়া ওয়াপদা-মাথা মোড় এলাকা থেকে সে আটক হয়। পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের উখড়া গ্রামের জাকির মোড়লের ছেলে মোঃ রাসেল মোড়ল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। রোববার দুপুরে গাজা বিক্রির জন্য রাসেল তার এক সঙ্গীকে নিয়ে উপজেলার গুটুদিয়া ওয়াপদা-মাথা মোড় এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কাজল সঙ্গীয় র্ফোসসহ সেখানে অভিযান চালায়। এ সময় রাসেলের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮৫গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। তবে অভিযান শুরুর আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের সঙ্গী পালিয়ে যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজাসহ রাসেল মোড়ল নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।