ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় গলায় শাড়ি পেঁচিয়ে অরুনা রাণী সরদার (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার নিচুখালী এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের নিচুখালী এলাকার রাধাকান্ত সরদারের স্ত্রী অরুনা সরদার দীর্ঘদিন ব্রেনের সমস্যায় ভুগছেন। তারই জের ধরে ঘটনার দিন সকালে বাড়ির সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।