
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের গবাদি পশুর চেনা, গোবর ও বর্জ্য পুকুরে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাহস ইউনিয়নে কাজিরহুলা এলাকায় এ ঘটনা ঘটে। এর বিচার চেয়ে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবার জানান, কাজিরহুলা এলাকার সন্তোষ কুমার মন্ডলের সাথে একই এলাকার প্রতিপক্ষ চিত্তরঞ্জন মন্ডলের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সন্তোষ কুমার মন্ডলের পুকুর পাড়ে প্রতিপক্ষ একটি গোয়াল ঘর নির্মাণ করেছে এবং গোয়াল ঘরের যাবতীয় গরুর চেনা,গবর ও বর্জ্য প্রতিনিয়ত ফেলা হচ্ছে। এতে পুকুরে থাকা গলদা চিংড়ি,রুই,কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারটি জানান। প্রতিপক্ষের ভয়ে মুখ খুলতে সাহস না পেয়ে অবশেষে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।