
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক কৃষকের মৎস্য ঘেরের বেড়িবাঁধে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কর্তন ও মাছ মেরে নিয়েছে প্রতিপক্ষ। প্রকাশ্য দিবালোকে গত শুক্রবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নের বলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার চিংড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আঃ মজিদ শেখ বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায়, বলাবুনিয়া এলাকার প্রতিপক্ষ জিয়ার শেখের সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে জিয়ার শেখের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী তার দীর্ঘদিনের দখলীয় মৎস্য ঘেরের বেড়িবাঁধে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে দেয়। এবং ঘেরের মাছ ধরে নেয়। এতে ওই পরিবারের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।