ডুমুরিয়াঃ ডুমুরিয়া উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানকে ঘিরে ছাত্রদলের দু’পক্ষ্যের মধ্যে মারামারি হয়েছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান শেষে বাজারের কাঠের পোল এলাকায় এ মারামারি হয়। এ ঘটনায় ৩’জন আহত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ১৫এপ্রিল শনিবার বিকেল ৫টায় ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ মোল্ল্যা সিরাজুল ইসলাম এর ২১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ডুমুরিয়া হাইস্কুল প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ মুহুর্তে গিয়ে প্যাকেট বিতরণ নিয়ে উপজেলা ছাত্রদলের মোহাম্মদ আলী ও সোহাগ গাজীর মধ্যে রেশারেশি হয়। যা নিয়ে উভয় পক্ষ্যের কর্মীরা উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু ঘটনাস্থলে থাকা বিএনপির নেতৃবৃন্দরা পরিস্থিতি শান্ত করেন এবং তাদের মধ্যে মিলতাল করে দেন। এরপর ইফতার অনুষ্ঠান শেষে ছাত্রদলের মোহাম্মদ আলী তার কর্মীদের সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন স্থানে সোহাগ গাজীসহ তার লোকজনদের খুঁজতে থাকে। এক পর্যায়ে বাজারের কাঠের পোল এলাকায় একটি চায়ের দোকানের সামনে দুই গ্রুফ মুখোমুখি হয়। উভয়ের মধ্যে বাক-বিতান্ডার মধ্যে দিয়ে ঘটে মারামারি। এতে মোহাম্মদ আলী, আকাশ মোল্ল্যাসহ আহত হয় সোহাগ গাজী, রিয়াদ ও তার চাচাতো ভাই গাজী অনিক ইসলামকে (১৯) বেধড়ক মারপিট করে। এদের মধ্যে অনিক রক্তাক্ত জখম হয় এবং সে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম) জানান, শনিবার রাতে তারাবি নামাজ চলাকালে ছাত্রদলের কতিপয় কর্মী বাজারের বিভিন্ন স্থানে মহড়া দিয়েছে। দলীয় ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের মধ্যে এর সুত্রপাত ঘটে। তবে ঘটনার সঙ্গে সঙ্গেই র্ফোস পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, মহড়াকারীরা বাজারের কয়েকটি চায়ের দোকান ও সেলুনে চড়াও হয় এবং তাদের হামলায় ২/৩জন আহত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত