
চুকনগর প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়নের মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ বককর আলীর উদ্যোগে সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার আরশনগর নতুন হাটে অজ্ঞান পার্টি, চুরি, ছিনতাই, শয়তানের নিঃশ^াস, মোটরসাইকেল চুরির উপর জনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পের এ এস আই আফজাল হোসেন, মাগুরাঘোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বর মিলটন মোড়ল, আঃ রহিম শেখ, ডাক্তার মোসলেম উদ্দীন, মিজানুর রহমান বিশ^াস, মাস্টার খালিকুল বিশ^াস, নুরুজ্জামান গাজী, ব্যবসায়ী বাদশা, হালিম, রবিউল, তপু, আরিফ, রিয়াজুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।