
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আশীষ মোমতাজ, ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক,চন্দ্রকান্ত মজুমদার, ওসি সেখ কনি মিয়া, সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম, শিশু ফেরদৌসী খাতুন প্রমূখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিকেলে আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, সরদার আবু সাঈদ, শেখ ইকবাল হোসেন, জিএম ফারুক হোসেন, মোল্লা সোহেল রানা, জাহিদুল ইসলাম,খান আবু বক্কার, গোবিন্দ ঘোষ, আবুল বাশার খান প্রমুখ। অপরদিকে ডুমুরিয়া আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ডুমুরিয়া বাজারস্থ অফিস কার্যালয়ে আব্দুল খবির শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ শেখ, আলমগীর হোসেন,এসএম রিফাত হোসেন, শিহাব উদ্দিন, আঃ সালাম সরদার প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আঃ গফুর। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৬২২) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিকেলে সংগঠনের সভাপতি আব্দুল খবির শেখের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুস সালাম, কামরুল ইসলাম, ইদ্রিস আলী, রুহুল আমিন, সাগর হোসেন, সিরাজুল গাজী,আলম হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত খান।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে পূবালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নে কাটাখালী ভেড়ীবাঁধের দুপাশে শতাধিক নারকেল গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহমেদ, মোঃ শফিকুল ইসলাম, শেখ মারুফ হাসান, মুকুল চন্দ্র দাস, আনন্দ মোহন সাহা,অজিত কুমার সরকার, সমাজসেবক আব্দুল আজিজ গাজী প্রমূখ।