ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও ডুমুরিয়া সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি শেষে উপজেলা সম্প্রসারিত ভবন কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান। আরও বক্তব্যদেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম, বিপ্লব কুমার বিশ্বাস, সমবায়ী এস এম গোলাম কুদ্দুস, এস এম মুস্তাকিন বিল্লাহ, কমলেশ বিশ্বাস, মোঃ সাদিউজ্জামান, রমেশ চন্দ্র মন্ডল, কৃষ্ণপদ জোদ্দার, মাওলানা ওহিদুজ্জামান প্রমুখ।