ডুমুরিয়া প্রতিনিধি : বিচারের জন্য শেখ হাসিনাকে প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় খুলনার ডুমুরিয়া কলেজ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথীর বক্তৃতায় এ কথা বলেন। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা মুখতার হুসাইন, এসময় বক্তব্য দেন মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় কর্ম পরিকল সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক, খুলনা, বাংলাদেশ জামায়াতে ইসলমী মাওলানা এমরান হুসাইন আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা জেলা শাখা। মুন্সী মিজানুর রহমান কেন্দ্রীয় মজলিশে আরা সদস্য ও আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা জেলা শাখা। মুন্সী মিজানুর রহমান সহ সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা জেলা শাখা। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন গাজী মোঃ সাইফুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডুমুরিয়া উপজেলা উত্তর শাখা। ও মাওলানা হাবিবুর রহমানসহ অনেকে বক্তব্য রেখেছেন। কর্মী সম্মেলন শেষে একটি বিশাল র্যালি বের করে উপজেলা চত্বরে সামনে শেষ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত