ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জাঁকজমকপূর্ণ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাপনী অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত-পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক বেতার খুলনার কৃষিবিদ শারমিনা শামীম
বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন ও আরাফাত জামিল প্রমুখ।। এসময় ডুমুরিয়া উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন এ মেলা উপলক্ষে উন্নত ১২টি জাতের গোল আলু, ছয়টি জাতের মিষ্টি আলু, পানি কচু লতি কচু ওল কচু ও অন্যান্য প্রযুক্তি প্রদর্শন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত