ডুমুরিয়া প্রতিনিধি : উপজেলা পরিষদ স্বাধীনতা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে রোববার বেলা ১১টায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি নারায়ন চন্দ্র চন্দ। তিনি মেলার সফলতা কামনা করে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আহবান জানান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও র্যালিতে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন। কৃষক আবু হানিফ মোড়ল, রফিকুল ইসলাম, ওরিমদাম, কচু নিউটন, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪টি মিনি পাওয়ার টিলার ও কৃষকদের মাঝে পণ্যবাহী ভ্যান ও ক্যারেট বিতরণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত