ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় রঘুনাথপুর ও আটলিয়া দুই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাষ্টার বিএম আইয়ুব আহম্মেদ ও সদস্য সচিব জিএম সাইকুল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপজেলার রঘুনাথপুর ও আটলিয়া ইউনিয়ন কমিটি জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃবৃন্দ দীর্ঘদিন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র পরিপন্থি কাজ ও দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ না করায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত