ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার বেতাগ্রামে ডাকাতি সংঘটিত কালে জনতা ও পুলিশের ধাওয়া খেয়ে স্বর্ণের গহনা ফেলে দৌড়ে পালিয়ে গেছে ডাকাত দল। এসময় ধান ক্ষেত থেকে পরিতাক্ত কৌটায় থাকা দুই ভরি ওজনের স্বর্ণের গহনা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠারমাইল বেতাগ্রাম এলাকায় ব্যাবসায়ী ভুট্রোর বাড়িতে এঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বেতাগ্রাম এলাকার মোঃ ভুট্রোর রহমান তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে ছিলেন। একই সময় তার স্ত্রী তাদের ছেলে সাকিব হোসেন (১৪) কে নিয়ে পার্শবর্তী বাবার বাড়িতে যায়। ১৫ মিনিটর মধ্যে ফিরে এসে দেখে বাড়ির সীমানা প্রাচীর টপকে ডাকতরা বাহির হচ্ছে। ডাক চিৎকার দিলে ডাকাতদের হাতে থাকা ধরালো ছুরি বাড়ি মালিকের ছেলে সাকিবের হাতে আঘাত করে। স্থানীয় লোকজন ও মাগুরাঘোনা ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই হাবিব উল্লাহ দ্রুত ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। এসময় ওই বাড়ি থেকে লুণ্ঠন করা ১টি সোনার রুলি, ১ টি সোনার নেকলেস, ১ জোড়া কানের দুল, ১টি আংটি, সব মিলে দুই ভরি ওজনের গহনা কৌটায় থাকা অবস্থায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখা যায় দুটি কক্ষের তালা ভাঙ্গে সংঘবব্ধ ডাকাতরা ঘরে আলমারিতে রক্ষিত সোনার গহনা নিয়ে গেছে। খবর পেয়ে গত শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল বি মুহাসিন আল মুরাদ।
এবিষয়ে ফাড়ির ইনচার্জ এসআই হাবিবউল্লাহ জানান, ভুক্তভোগী পরিবার কোন মামলা করতে রাজি হয়নি। ফলে জিডি মুলে উদ্ধারকৃত স্বর্ণের গহনা স্থানীয় মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলালের উপস্থিত মালিক ভুট্রোর রহমানের কাছে বুঝে দেয়া হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত