শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়ায় নবলোক পরিষদ কর্তৃক আয়োজিত নিরাপদ সবজি চাষের উপর মাঠ দিবস বরাতিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। ২৭ফেরুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় ঢডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামে নবলোক পরিষদ কর্তৃক আয়োজিত ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় নিরাপদ সবজি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সদস্যরা কিভাবে নিরাপদ উপায়ে সবজি চাষ করেছেন এ ব্যাপারে তাদের নিজস্ব অভিজ্ঞতা বিনিময় করেন । এবং নবলোক পরিষদ কর্তৃক তারা যে সহযোগিতা ও সার্বিক পরামর্শ পেয়েছেন তার জন্য নবলোক পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ডুমুরিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়, ডুমুরিয়া, সফল স্মার্ট কৃষক নবদ্বীপ মল্লিক, বরাতিয়া গ্রামের সমাজ সেবক মোঃ বিল্লাল হোসেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবলোক পরিষদের মাঠকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, কৃষি কর্মকর্তা, নবলোক পরিষদ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত