
জন্মভূমি ডেস্ক : ডুমুরিয়া উপজেলার শরাফপুর বৃত্তি-ভুলবাড়িয়া গ্রামে একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার দুপুরে বাড়ির পাশে একটি খালে পড়ে তাদের মৃত্যু হয়। শিশু দুইটির মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতন।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শরাফপুরের বৃত্তি-ভুলবাড়িয়া গ্রামের রুবেল শেখের মেয়ে কুলসুম খাতুন (৬) ও তার ভাগ্নে মোয়াজ্জেম সরদার (৫) গতকাল সোমবার দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এরই মধ্যে পরিবারের লোকজনের অগোচোরে শিশু দুইটি পাশের খালে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানিতে ভাসতে দেখে স্বজনরা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা শিশু দু’টিকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, নিহত শিশু মোয়াজ্জেম সরদার একই ইউনিয়নের সেনপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে। এ প্রসঙ্গে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি জানান, একই পরিবারের দু’টি অবুঝ শিশুর মৃত্যু, যা মেনে নেয়া যায় না। এটা একটি হৃদয় বিদারক ঘটনা। শিশু দুইটির অভিভাবকরা কান্নায় ভেঙ্গে পড়ছে। আজাহারিতে বার বার জ্ঞান হারিয়ে ফেলছে। শিশু দুইটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।