
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বৃত্তি ভূলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভূলবাড়িয়া এলাকার রুবেল শেখ ও আরেফা নামে আপন দুই ভাই বোন পাশাপাশি বসবাস করেন। আরেফার ছেলে মোয়াজ্জেম (৪) ও রুবেল শেখের মেয়ে কুলছুম (৫) আপন মামাতো ফুফাতো ভাই বোন। ঘটনার দিন দুপুরের একটু আগে বাড়ির পাশের ডাকাতিয়া নামক একটি খালে শিশু দুটি নেমে পানিতে খেলছিল। একপর্যায়ে অসাবধানতার কারণে তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন খুঁজতে যেয়ে দেখে কুলছুম পানির উপর ভেসে আছে। এরপর সেখানে নেমে তলিয়া থাকা অবস্থায় জোয়াজ্জেমকেও উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিংসক শিশু দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।