ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধামালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও মৃতের ছেলে সিরাজুল ইসলাম জানান, প্রতিদিন ভোরে ঘর থেকে বের হয়ে বাবা সবুর সরদার (৭২) পাগলের ন্যায় এলাকা ঘুরে বাড়িতে আসে। ঘটনার দিন সকালে সে বাড়িতে না আসায় খোঁজা খুঁজির এক পর্যায়ে ধামালিয়া বাজারের পাশে ডালিম মোল্লার দীঘির পানিতে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের খবর দেয়া হয়। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে ওসি তদন্ত শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনায় মৃতের ছেলে বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত