ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মামার বাড়ি বেড়াতে এসে সলিল সমাধি হলেন আইয়ান হোসেন নামে চার বছর বয়সী এক শিশু। মঙ্গলবার দুপুরে উপজেলার গুটুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃত শিশুর পরিবার সূত্রে জানা যায়,দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকার নাহিদুল মোল্লার চার বছর বয়সী ছেলে তার মায়ের সাথে উপজেলার গুটুদিয়া গ্রামের মাহাবুর বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে সবার অজান্তে মামার বাড়ি পাশে একা একা একটি টিউবওয়েলে পানি খেতে যায়।এ সময় টিউবওয়েলের পাশে একটি মৎস্য ঘেরের ড্রেনে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই খানাখন্দ
থেকে শিশুটিকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত