
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়নে সুপেয় পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম ও আওয়ামীলীগ নেতা আবু সাঈদ সরদার । আওয়ামীলীগ নেতা সুকৃতি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে .বক্তব্য রাখেন প্রভাষক মাইকেল রায়, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল। উল্লেখ্য ইউনিয়নের ৪৫৭ টি পরিবারের নিকট ৩০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংকি বিতরণ করা হয়।