
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খলশিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার আটলিয়া ইউনিয়নের খলশিবুনিয়া গ্রামস্থ রামপদ মন্ডলের ছেলে সুকুমার মন্ডল একই এলাকার আঃ রশিদ তালুকদারের মৎস্য ঘেরের পাশ দিয়ে যাতায়াত কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর উভয় গ্রুপের মধ্যে লাঠিসোটা নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে সুকুমার গ্রুপে সুকুমার মন্ডল,মাতা সুন্দরী মন্ডল ও ছেলে অভিজিৎ মন্ডল এবং অপর গ্রুপের রশিদ তালুকদার ও তার স্ত্রী রশিদা বেগম আহত হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।