ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় পাঁচ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ সহোদর ডুমুরিয়া হাসপাতাল ও অপর পক্ষের বাবা-ছেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুখিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া এলাকার গোলাম রব্বানী শেখের ছেলে ফুরকান শেখ ও প্রতিবেশী সামছুর শেখের ছেলে হামিদুল্লাহ শেখের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন সকালে বাথরুম নির্মাণ কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা হয়।এক পর্যায়ে ফ্রুকানের বাড়িতে ঢুকে প্রতিপক্ষ হামিদুল্লাহ ও তার ছেলে সালমান এবং ভাইপো তামিম অতর্কিত হামলা চালায়। এতে ফুরকান, আবুজার ও রমজান শেখ নামে ৩ সহোদর রক্তাক্ত জখম হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। অপরদিকে আহত হামিদুল্লাহ জানান, প্রতিপক্ষের হামলায় আমি ও আমার ছেলে সালমান রক্তাক্ত জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছিল।
ডুমুরিয়ায় পাল্টাপাল্টি হামলায় ৫ জন জখম
Leave a comment