শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়া পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় খুলনার ডুমুরিয়া পূবালী ব্যাংক উপশাখায় ইসলামিক ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকের শাখায় এ ইসলামিক কর্নারের উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংক ইসলামী কর্নারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহককে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।
পূবালী ব্যাংক ডুমুরিয়া শাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান শেখ মোহাম্মাদ সামসুদ্দোহা।
বিশেষ অতিথির বক্তব্য দেন- পূবালী ব্যাংকের সহকারী কৈয়া বাজার শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম , এ সময় আরও উপস্থিত ছিলেন, ডুমুরিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খান ইসমাইল হোসেন, ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান সরদার, মোঃ বাহাউদ্দিন মোল্লা, শেখ শওকত হোসেন, মেহেদী হাসান রাশেল, বিশ্বজিৎ কুণ্ডু,অক্ষয় কুমার দাস, শ্যামল দাসসহআরো অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্যাংক অফিসার আব্দুল আজিজ মিনা, উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন গুটুদিয়া জামে মসজিদের ইমাম মাওলানা ইফতেখার সিদ্দিক।
ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের ইসলামিক কর্নার উদ্বোধন
Leave a comment