ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক দীনমজুরের আম সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রভাবশালী প্রতিপক্ষ। গত বৃহস্পতিবার সকালে উপজেলার মালতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের মালতিয়া এলাকার মৃত আমিন শেখের ছেলে দীনমজুর মাসুম শেখের সাথে তার আপন ভাই কারিমুল ইসলামের জমি জমা নিয়ে দীর্ঘদিন পূর্ব শত্রুতা চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে কারিমুলের নেতৃত্বে নুর ইসলাম, বাবলু, আসাদ মোল্লাসহ ৩/৪জন দা, লাঠিসোটা নিয়ে মাসুমের বাড়ির আঙিনায় থাকা আম, সুপারি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৭/৮টি গাছ কেটে সাবাড় করতে থাকে। এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাসুম, স্ত্রী সুইটি বেগম ও বৃদ্ধ মা হালিমা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।