ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় শ্বাশুড়ি বৌমা গুরুতর জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দুপুরে উপজেলার বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নে রাজবাড়ী বরাতিয়া এলাকার আঃ গণি জোয়ার্দারের সাথে পাশ্ববর্তী আলমগীর শেখের জমি জমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন দুপুরে গাছ থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আলমগীর হোসেন, আঃ লতিফ, আঃ রহিম সহ ৩/৪ জন দা, লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে গণি জোয়ার্দারের স্ত্রী কুলসুম বেগম (৫৬) উপর হামলা করলে তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়।এ সময় তার বৌমা খাদিজা বেগম (৪৫) ছুটে আসলে তাকেও একই কায়দায় হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এরপর শ্বাশুড়ির অবস্থা বেগতিক দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত