ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জনতা ক্লিনিকথর পরিচালক হাদিউজ্জামান ভুট্টো (৪০) গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার খলশি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাদিউজ্জামান ভুট্টোর সঙ্গে তাদের বাড়ির গাছ নিয়ে একই বংশের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। তারই জের ধরে গত পরশু মঙ্গলবার দুইভাইকে সঙ্গে নিয়ে রাত ৯টার দিকে ডুমুরিয়া বাজারে ক্লিনিক থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ প্রতিপক্ষরা সম্মিলিত ভাবে তাদের ওপর হামলা করে। ওই ঘটনায় ভুট্টোর মাথায় গুরুতর জখম ও অন্যরা সামান্য আহত হন। চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে ভুট্টো-কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুট্টোর বাবা গাজী সামছুজ্জামান বাদি হয়ে ডুমুরিয়া থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় একটা লিখিত অভিযোগ নিয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত