জন্মভূমি রিপোর্ট : খুলনা ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সাকিব শেখ ও তার সহযোগিদের হাতে বেদম মারপিটের শিকার হয়েছেন আলামিন শেখ নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার খরসঙ্গ গ্রামে। এ ঘটনায় ভূক্তভোগী যুবকের পিতা মোক্তার শেখ বাদী হয়ে আজ সোমবার শাকিব শেখ ও তার সহযোগি আরো ৭ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খরসঙ্গ গ্রামের মোক্তার শেখের সাথে তার ছোট ভাই ইকতিয়ার শেখের বসত বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছি। তারই জের ধরে গত ৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে বাদীর ছেলে আলামিন শেখ(৩৫) তাদের জমির সীমানায় নেট দিয়ে বেড়া দিতে থাকে। এক পর্যায়ে বিবাদী সাকিব শেখ,তার পিতা ইকতিয়ার শেখ,চাচা আনছার শেখ,মাতা রেবেকা বেগমসহ তার আরো তিন বোন আলামিন কে ধরে বেদম মারপিট করে আহত করে। স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে। ডাক্তারা আহত আলামিনের অবস্হা আশংখ্যা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসারত রয়েছেন।
এ বিষয়ে বিবাদী সাকিব শেখের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে থানার সেকেন্ড অফিসার এস,আই কেরামত আলী জানান, মোক্তার শেখের একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।