ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে রিজিয়া বেগম (৫৬) নামে এক দোকানী রক্তাক্ত জখম হয়েছে। শুক্রবার রাতে উপজেলার শোলগাতিয়া বাজারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।থানায় লিখিত অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোলগাতিয়া এলাকার হামিদ মোল্লার রিজিয়া বেগম শোলগাতিয়া বাজারে গাবতলা মোড়ে দীর্ঘদিন ধরে চা দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। ঘটনার রাতে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বিপ্লব মোল্লা নামে এক যুবক তার দলবল নিয়ে দোকানে প্রবেশ করে হামলা চালায়। এতে দোকানে বিভিন্ন মালামাল ভাংচুর ও লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয় সে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত