ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের দার কোপে পিতা-পুত্র আহত হয়েছে। গত সোমবার সকালে উপজেলার ধামালিয়া ইউনিয়নে কাটেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কাটেঙ্গা গ্রামের মৃত আহম্মদ আলী মোল্লার ছেলে আঃ মান্নান মোল্লা একই এলাকার সেলিম সরদারের কাছে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এর আগে পুলিশের মাদক নিয়ন্ত্রণ অভিযানে সহায়তা করার অভিযোগে প্রতিপক্ষের সাথে শত্রুতা সৃষ্টি হয়। এমনকি তার বাড়িতেও হামলা চালানো হয়। তারই জের ধরে ঘটনার দিন সকালে মাছ ব্যবসায়ী আঃ মান্নান মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে কাটেঙ্গা আঃ হক শেখের মুদি দোকানের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ জহুরুল সরদার, শরীফুল সরদার, সেলিম সরদার, হুসাইন সরদার, বাহারুল সরদার সহ ৯/১০ জন চলন্ত মটর সাইকেলের গতিরোধ করে তার উপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে হাত কেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া তার মটর সাইকেলটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে কলেজ ছাত্র ছেলে সোহান ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত