
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের কোদালের আঘাতে ইতু মন্ডল (৫০) নামে এক গৃহবধূ আহত হয়েছে। গত শনিবার উপজেলার শোভনা কুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের কুলতলা এলাকার চিত্ত মন্ডলের সাথে একই এলাকার মৃত অরবিন্দু মন্ডলের ছেলে হরিচাদ মন্ডলের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে চিত্ত মন্ডলের স্ত্রী ইতু মন্ডল পার্শ^বর্তি বড়বিলে তাদের নিজ মৎস্য ঘেরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ হরিচাদ সহ ২/৩ জন তাকে কোদাল দিয়ে আঘাত করলে ইতু মন্ডল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।