জি এম ফিরোজ, ডুমুরিয়া : সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকারের গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে খুলনার ডুমুরিয়া উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডুমুরিয়া কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) তাপস কুমার সরকার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল। আরো বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, শেখ দিদারুল হোসেন দিদার,গোপাল চন্দ্র দে,সুরঞ্জিত কুমার বৈদ্যে,গাজী তৌহিদুজ্জামান,বি,এম জহুরুল হক প্রমূখ।অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ২০ হাজার উপকারভোগী অংশ গ্রহন করেন।